“ভালবাসা” শব্দটি একটা ছোট নাম,যার মাঝে লুকানো থাকে অনেক গোপন কথা,থাকে অনেক আবেগ,আর থাকে একের প্রতি অন্যের বিনে সুতায় বাধা মনের অফুরন্ত প্রেম,যাকে মন থেকে একবার ভালবাসা যায় তাকে কখনই ভোলা সম্ভব নয়,ভালবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে,এমনকি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে ভালবাসার মানুষের জন্য।